বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন আবারও জানালেন জীবনের গভীর এক সত্য। সম্প্রতি তিনি বলেছেন, “নিজের ব্যর্থতায় হাসতে না শিখলে, জীবনে কিছুই শেখা যায় না।” এই এক বাক্যে যেন মিশে আছে তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সাফল্য-ব্যর্থতার উত্থানপতনের গল্প।
অমিতাভ বচ্চনের জীবনের পথ কখনও সহজ ছিল না। অভিনয়জীবনের শুরুর দিকে একের পর এক ব্যর্থতা, শারীরিক কষ্ট, এমনকি অর্থনৈতিক সংকট-সবকিছুর মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু সেই প্রতিটি ব্যর্থতাকেই তিনি গ্রহণ করেছেন এক নতুন শিক্ষার সুযোগ হিসেবে। তাই আজও তিনি তরুণ প্রজন্মের কাছে প্রেরণার প্রতীক।
এই উক্তির মাধ্যমে অমিতাভ যেন সকলকে স্মরণ করিয়ে দিলেন, জীবনের পথে হাসিমুখে ব্যর্থতাকে স্বীকার করার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের প্রথম ধাপ। তাঁর এই জীবনবোধ কেবল একজন অভিনেতার নয়, এক লড়াকু মানুষের অনুপ্রেরণার গল্প।