বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার নতুন বার্তা দিয়েছেন তাঁর ভক্তদের জন্য, যা শুধুমাত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, বরং সবার জন্যই প্রেরণার উৎস। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার নিজের জীবনের মূলমন্ত্র শেয়ার করেছেন। তিনি বলেছেন, “তোমার শরীরই তোমার আসল মন্দির। অবশ্যই যত্ন নাও। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো।”
অক্ষয় কুমারের এই কথা জীবনের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি এবং ধারাবাহিক আত্মউন্নয়নের গুরুত্বকে তুলে ধরে। মাত্র নিজের অভিনয় বা শারীরিক ফিটনেসের সীমাবদ্ধতাতেই নয়, বরং মনের বিকাশ ও প্রতিদিনের নতুন অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করেছেন এই কিংবদন্তি অভিনেতা।
তাঁর ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যকে উৎসাহব্যঞ্জক হিসেবে গ্রহণ করেছেন। অনেকে লিখেছেন, এটি শুধু অভিনয় জীবনের নয়, বরং সাধারণ জীবনযাপনের জন্যও প্রেরণার সেরা উদাহরণ। অক্ষয় কুমারের ধারাবাহিক পরিশ্রম এবং দায়িত্বশীলতা তাঁকে প্রমাণ করেছে যে ফিটনেস এবং মনের বিকাশ একে অপরের পরিপূরক।
কেএন/টিএ