ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা জাতির সঙ্গে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এমন ঘোষণার আশা দেশবাসী করেনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। যারা এ দীর্ঘ সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা সবাই ক্ষমতালোভী, তাদের মধ্যে দেশপ্রেমের ন্যূনতম প্রকাশও দেখা যায়নি। এখন সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা যদি একত্রিত হয়, তাহলে ক্ষমতালোভীরা পালানোরও সুযোগ পাবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং চোরের সংখ্যার দিক থেকে বাংলাদেশ আজ বিশ্বে শীর্ষে রয়েছে। হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, আয়না ঘরের মতো ভয়াবহ নির্যাতন কেন্দ্র এখনো চালু রয়েছে, চাঁদাবাজিও বন্ধ হয়নি।
তিনি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা একটি ভারসাম্যপূর্ণ দেশ গঠন করতে চাই, যেখানে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত থাকবে। আসুন, আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, সহকারী সম্পাদক মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।
এসএস/টিএ