বলিউড তারকা ভিকি কৌশল ও কৃতি শ্যানন হাজির হয়েছিলেন ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক পর্বে, আর তাঁদের উপস্থিতিতেই জমে ওঠে পুরো শো। দর্শকদের মতে, এটি ছিল অনুষ্ঠানটির সবচেয়ে খোলামেলা ও হাস্যরসে ভরা এপিসোডগুলোর একটি।
র্যাপিড-ফায়ার পর্বে ভিকির এক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে। তিনি বলেন, “ভালো কথোপকথনের চেয়ে ভালো সেক্স বেশি জরুরি। কথা তো হতে থাকবে।” তাঁর এই মন্তব্যে দুই সঞ্চালকই হেসে কুটোপাটি, আর কৃতি মজা করে তাঁকে ধমকও দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকির এই কেন্ডিড ভঙ্গি নিয়ে চলছে তুমুল আলোচনা।
এপিসোডজুড়ে ছিল ফ্লার্টি মজা, ঠাট্টা, খুনসুটি আর বাস্তবতার ছোঁয়া। কৃতির লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে আলোচনা তুললেও তিনি প্রশ্ন এড়িয়ে যান, ফলে গুঞ্জন আরও বেড়েছে।
‘তওবা তওবা’-তে নাচ, ভিকির মজার “মেয়েদের পা ছুঁয়ে ফ্লার্ট করা” মন্তব্য-সব মিলিয়ে দু’জনের রসায়নই শো চুরি করেছে। এই পর্ব ট্রেন্ডিং হওয়ার পর আবারও প্রমাণ হলো, ভিকি শুধু অভিনয়ে নয়, ভাইরাল আকর্ষণেও সমান জনপ্রিয়।
এবি/টিকে