মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করে 'প্যানোরমা' অনুষ্ঠানে দেখানোর ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বিবিসি। সংস্থাটি স্বীকার করেছে, তাদের সম্পাদনার কারণে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল।
২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে তথ্যচিত্রটিতে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে মনে হচ্ছিল ট্রাম্প একটানা কথা বলছেন। বিবিসি জানিয়েছে, এই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন একটি ধারণা তৈরি হয় যে, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলা করার হুমকি দেন। ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং শুক্রবারের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
বিবিসি সেই সময়সীমার আগেই ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে, ক্ষমা চাইলেও বিবিসি ক্ষতিপূরণের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে। মুখপাত্র জানান, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটি মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি তৈরি করে না। বিবিসি আরও সিদ্ধান্ত নিয়েছে যে, আলোচিত ওই প্রামাণ্যচিত্রটি আর কখনো প্রচার করা হবে না।
সূত্র: বিবিসি
কেএন/এসএন