একসময়ে ভাট ভ্রাতৃদ্বয়ের প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’-এর দাপটে কাঁপত মুম্বই। ‘রাজ’, ‘জিসম’, ‘মার্ডার’ থেকে ‘গ্যাংস্টার’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা তৈরি হয়েছে এই সংস্থার ব্যানারেই। তবে বছরখানেক আগে মহেশ-মুকেশ দুই ভাইয়ের মনোমালিন্যের জেরে একসময়কার দাপুটে ‘বিশেষ ফিল্মস’ এখন অস্তিত্ব সংকটে! যার প্রভাব পড়েছে তাঁদের পরিবারের অন্দরেও। সম্প্রতি এক সাক্ষাৎকরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আলিয়া ভাটের কাকা মুকেশ ভাট।
মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। দু’জনেই বলিউডে প্রসিদ্ধ পরিচালক-প্রযোজক বলে পরিচিত। ২০২১ সালে পেশাগতভাবে আলাদা হয়ে যান দুই ভাই। যার জেরে পরিবারেও ফাটল ধরে।
কানাঘুষো, প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব নিয়েই নাকি গোল বেঁধেছিল। সেসময় থেকেই লাইমলাইটের অন্তরালে থাকেন মুকেশ ভাট। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাট পরিবারের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুকেশ জানান, তাঁকে ভাইঝি আলিয়ার বিয়েতে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। যার জেরে বেজায় কষ্ট পেয়েছেন তিনি।
আইকে/এসএন