রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, একটা ঘটনাবহুল দিন পার করল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভা শেষে আনইউজুয়াল ওয়েতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দুপুর আড়াইটার সময় ভাষণ দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে জুলাই সনদ অনুমোদিত হয়েছে। জুলাই চার্টার এবং গণভোট আর জাতীয় নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদ এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে, চারটি প্রশ্ন থাকবে গণভোটে। এটাও গণভোটের জন্য নতুন বিষয় এবং এই ধরনের চারটি বিষয়ে প্রশ্ন রেখে ৪০-এরও বেশি বিষয়ে জনমত যাচাইয়ের যে চেষ্টা সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয়।
জিল্লুর রহমান বলেন, বিএনপি বলেছে সংবিধান সংস্কার পরিষদের কথা যেটা বলা হয়েছে, সেটা ঐকমত্য কমিশনের সভায় আলোচনা হয়নি।
উচ্চকক্ষে পিআরের বিষয়টি নিয়েও তাদের ভিন্নমত রয়েছে। নোট অব ডিসেন্ট রয়েছে। সেগুলো নিয়ে কিভাবে প্রধান উপদেষ্টা বা তার সরকার এই সিদ্ধান্ত দিলেন?
জিল্লুর আরো বলেন, জামায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, জন-আকাঙ্ক্ষা এতে পূরণ হয়নি। তারা দাবি করেছিলেন গণভোট আগে হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে, বিএনপি-জামায়াত কেউই সন্তুষ্ট নয়। এনসিপি বরাবর বলে এসেছে, জুলাই সনদে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কোনো অর্ডিন্যান্স হয় না, আদেশ হয় না। সেটা স্বাক্ষর করেছেন যেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
আইকে/এসএন