গোড়ালির চোটে ফ্রান্স জাতীয় দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। মাদ্রিদে ফিরে যাচ্ছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ফরাসি ফুটবল ফেডারেশন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার ইউক্রেইনের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপে। ম্যাচটি ৪-০ গোলে জিতে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী রোববার আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ম্যাচটা তাই শুধুই নিয়মরক্ষার।
ইউক্রেইনের বিপক্ষে ম্যাচের পুরোটা সময়ই খেলেন এমবাপে। তবে পরদিন ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, তার গোড়ালির ফোলাভাব এখনও আছে এবং ব্যথাও আছে। সে কারণেই কোচ দিদিয়ে দেশম ও রেয়াল মাদ্রিদের মেডিকেল স্টাফের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ক্লাবে পাঠানো হয়েছে।
মাদ্রিদে পৌঁছে শুক্রবারই গোড়ালির স্ক্যান করাবেন এমবাপে। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, তার চোট গুরুতর নয়।
এদিন এমবাপের আগেই পেশিতে চোট পেয়ে ফ্রান্স শিবির ছেড়ে গেছেন রেয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় মিডফিল্ডার এদুয়োর্দো কামাভিঙ্গা।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আগামী ২৩ নভেম্বর মাঠে ফিরবে রেয়াল মাদ্রিদ, লা লিগার তারা খেলবে এলচের বিপক্ষে। এর তিন দিন পর তারা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে।
১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা।
এমআর/টিকে