ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড প্যারাগুয়ে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্রয়ে নির্ধারিত সময় শেষ করে ব্রাজিল। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে। পরবর্তী রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৯ নাম্বার পিচে মুখোমুখি হয় দুই দল।
টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক জোয়াও পেদ্রো ঠেকান তিনটি শট।
গোল শূন্য ড্র থাকায় নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ভাগ্য নির্ধারণী। সেখানে প্রথম শট থেকে গোল করে প্যারাগুয়ে। ব্রাজিল তাদের প্রথম শট লক্ষ্য ভেদ করতে পারেনি, ফলে তারা পিছিয়ে পরে। পরবর্তী ব্রাজিলের গোলরক্ষক টানা তিনটি শট ঠেকিয়ে দিলে ৫-৪ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।
ইউটি/টিএ