ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ট্রেডিং উইন্ডোতে এবার বড় চমক হিসেবে ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) কাছে ছাড়তে রাজি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো গতকাল (শুক্রবার) এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে ১০ কোটি রুপিতে শামিকে দলে টেনেছিল হায়দরাবাদ এবং একই দামে লখনউ এই পেসারকে নিতে আগ্রহী। সম্ভাব্য এই চুক্তিটি সম্পূর্ণ নগদ অর্থে সম্পন্ন হবে।
এই ট্রেডিংয়ের বিষয়টি দুই দলের মধ্যে সম্মত হলেও, সবকিছু নির্ভর করছে মোহাম্মদ শামির চূড়ান্ত সম্মতির ওপর। আজ (শনিবার) ভারতীয় সময় দুপুর ৩টার মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেইনড (ধরে রাখা) ও রিলিজড (ছেড়ে দেয়া) ক্রিকেটারদের তালিকা আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
যদিও গত আইপিএলে শামি সানরাইজার্সের হয়ে ১৪ ম্যাচের মধ্যে ৯টিতে খেলেছিলেন এবং ৬ উইকেট পেয়েছিলেন, তবে তার পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। তার বোলিং গড় ছিল ৫৬.১৬ এবং ইকোনমি ছিল ১১.২৩। পাঞ্জাব কিংসের বিপক্ষে এক ম্যাচে ৭৫ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি, যা ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় ব্যয়বহুল স্পেল।
গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর তিনি আর ভারত দলে ফিরতে পারেননি। রঞ্জি ট্রফিতে খেললেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে রাখা হয়নি।
এসএস/টিএ