বিশাল চমক দিয়ে ধানের শীষের আনুষ্ঠানিক নিবার্চনী প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি। রনি গাজীপুর সাবেক মেয়র প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর সালনা হাবিবুল্লাহ ময়দান নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
এদিকে জনসভা উপলক্ষে জুম্মার নামাজের পর থেকে গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নারী পুরুষ ও দলীয় নেতাকর্মী মিছিল সহকারে সালনা হাবিবুল্লাহ ময়দানে এসে উপস্থিত হন। একপর্যায়ে বিশাল এই ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, আব্দুস সালাম শামীম, অ্যাডভোকেট এমদাদ খান আ ক ম মোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে এম মনজুরুল করিম রনি বলেন, ১৯৯১ সালে গাজীপুর-২ আসনের মানুষ আমার বাবা সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন। আমি তার সন্তান হিসেবে আপনাদের পাশে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
১৯৯১ সালের মতো এবারও এই আসন থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি উপহার দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশাই করছি।
সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরীর জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
গাজীপুর বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। বিগত দিনে গাজীপুরের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছিল পলাতক শেখ হাসিনা ও তার দোসররা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে এম মনজুরুল করিম রনিকে নির্বাচিত করার আহ্বান জানান।
আরপি/টিএ