বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভারতের অতিরিক্ত দালালি যেসব দল করেছে তাদের এখন ভরাডুবি ঘটছে। স্বাধীনতার পর ৫৪ বছরে এ দেশ তিনটি দল শাসন করেছেন। তার মধ্যে বিনা ভোটে ক্ষতায় আসে জাতীয় পার্টি। পরবর্তী সময়ে একই পন্থায় ভারতের দালালি করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বস্তুতঃ দুটি দলই আজ ধ্বংসের মুখে। আমাদের নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের দালালি করে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না।
তিনি শুক্রবার ( ১৪ নভেম্বর) রাতে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান আরও বলেন, এ দেশের মানুষ তিনটি দলের শাসন আমলে দেশের চিত্র দেখেছেন। একটি দলের শাসনের সময় বাংলাদেশ দুর্নীতিতে পৃথিবীতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিল। দেশে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ। তাই এদেরকে আর তারা চান না।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে এদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই লক্ষ্যে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দেবার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানান।
আয়োজক সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, জামায়াত যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. লুৎফর রহমান, আয়োজক কমিটির সদস্য জুবায়ের মাহমুদ নাসিম প্রমুখ।
টিজে/টিএ