মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।
ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন।
তিনবার মারছে ময়লা পানি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এমকে/এসএন