টেলিভিশন ও ওটিটির জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ শাকিব খানের সঙ্গে আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে অভিনয় করবেন। শাকিব আগে ঘোষণা করেছিলেন, ফারিণের কোনো অডিশন লাগবে না, তিনি তাকে সরাসরি নায়িকা করবেন। সিনেমার প্রযোজনা করছেন শিরিন সুলতানা এবং শুটিং ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারতে শুরু হবে।
সিনেমার গল্প ৯০-এর দশকের ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, যেখানে থাকবে ক্রাইম, অ্যাকশন, রোমান্স এবং ফ্যামিলি ড্রামার উপাদান। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটি কোনো বাস্তব ব্যক্তির জীবনের ওপর নির্ভরশীল নয়। সিনেমায় একাধিক নায়িকা থাকলেও পাকিস্তানি নায়িকা হানিয়া আমির এতে অংশ নিচ্ছেন না। সিনেমাটির পোস্টার আগেই প্রকাশিত হয়েছে, যেখানে শাকিব খানের নাম আনুষ্ঠানিকভাবে নায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এবি/টিকে