চলতি বছরে অ্যাকশন সিনেমার ভিড়ে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রীতিমতো চমক দেখিয়ে দিয়েছেন মোহিত সুরি। মুক্তির পর ছবিটি দারুণ সাড়া ফেলে। শুধু তাই নয়, বক্স অফিসেও রমরমা ব্যবসা করেছে।
এবার মুম্বাইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতল ছবিটি।
কুড়ি বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন মোহিত সুরি।
পুরস্কার জয়ের পর পরিচালক বলেন, ‘এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করছি। এটাই আমার প্রথম পুরস্কার জয়।
এই ছবিতে অনেক কিছুই প্রথম। অভিনেতাদেরও এটা প্রথম কাজ, প্রথম আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম। প্রযোজক হিসাবে প্রথম কাজ অক্ষয়ীর। এখনো মনে আছে যখন আমি ছোট ছিলাম এবং দিলওয়ালে দুলহানিয়া দেখতে প্রেক্ষাগৃহে যেতাম, সেই প্রথম ছারপোকার কামড় খেয়েছিলাম।
আমি চেয়েছিলাম ছবির পরিচালক হতে।’ এরপর ছবিটির প্রযোজক আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যে পৃথিবীতে প্রেমে কেউ বিশ্বাসী নন, সেখানে আপনি বিশ্বাস বদলেছেন। আপনি আমার ওপর ভরসা করেছেন। আমার চিত্রনাট্যে ভরসা রেখেছেন। এই পুরস্কার আমার একার নয়, সবার।
তরুণ যুগলের প্রেম জাদু করেছে।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী আয় করে ৫০০ কোটি রুপিরও বেশি।
এবি/টিকে