রেকর্ডটা নিজের করে নেওয়ার খুব কাছেই ছিলেন রোহিত শর্মা। কিন্তু গত মে মাসে হঠাৎ করেই টেস্টকে বিদায় জানান ভারতীয় ওপেনার। তাতে টিকে যায় বীরেন্দর শেবাগের ছক্কার রেকর্ড।
তবে খুব বেশি দিন ৯১ ছক্কার রেকর্ডটা নিজের কাছে রাখতে পারলেন না শেবাগ।
প্রায় এক যুগের টেস্ট ক্যারিয়ারে গড়া রেকর্ডটা আজ ভেঙে দিয়েছেন রিশভ পন্ত। সাবেক ওপেনারের ১১ বছরের একটু বেশি সময় লাগলেও উইকেটরক্ষক-ব্যাটার ৭ বছরেই নিজের করে নিলেন। ভারতের হয়ে এখন দীর্ঘ সংস্করণে সর্বোচ্চ ৯২ ছক্কার রেকর্ড এখন তার দখলে।
কেননা ২৮ বছর বয়সী পন্তের ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু বাকি রয়েছে।
শেবাগের রেকর্ড ভাঙার দিন কলকাতা টেস্টে অবশ্য প্রথম ইনিংসে বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। তবে ২৭ রানের ইনিংস খেলেই রেকর্ডে নাম তুলেছেন। সেটা সম্ভব হয়েছে ২ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকানো। পূর্বসূরিকে কাটাতে মাত্র ২টি ছক্কার প্রয়োজন ছিল।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে ছক্কা দুটি মেরে কাজটাও শেষ করেছেন। ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৮৮ ছক্কার মালিক সাবেক অধিনায়ক রোহিত।
ভারতের প্রথম ব্যাটার হিসেবে ছক্কার ‘সেঞ্চুরি’ করার সুযোগ এখন পন্তের সামনে। তিন অঙ্ক পূর্ণ করতে পারলে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে ছয়ের সেঞ্চুরি গড়বেন তিনি। বর্তমানে ১৩৬ ছক্কা নিয়ে সবার শীর্ষে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
ছক্কার সেঞ্চুরি হাঁকানো বাকি দুজন হচ্ছেন দুই সাবেক উইকেটরক্ষক— ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ও অ্যাডাম গিলক্রিস্ট (১০০)। পন্তের সামনে আছেন আরো তিন সাবেক—জ্যাক ক্যালিস (৮৭), টিম সাউদি ও ক্রিস গেইল (দুজনের ৯৮টি)।
পন্তের রেকর্ড ছক্কার দিনে ডাবলসের কীর্তি গড়েছেন তার সতীর্থ রবীন্দ্র জাদেজা। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে কমপক্ষে ৪০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। উইকেটের কোটা আগেই পূরণ করেছিলেন, বাকি ছিল শুধু ১০ রানের সমীকরণ। প্রোটিয়াদের বিপক্ষে ২৭ রানের ইনিংস খেলার পথে সেই মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
জাদেজার বর্তমান রান ৮৮ টেস্টে ৪০১৭। অন্যদিকে নামের পাশে উইকেট ৩৪২টি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের আগে এই কীর্তি গড়েছেন তিন সাবেক— ড্যানিয়েল ভেট্টরি (৪৫৩১ ও ৩৬২ উইকেট), কপিল দেব (৫২৪৮ ও ৪৩৪ উইকেট) ও ইয়ান বোথাম (৫২০০ রান ও ৩৮৩ উইকেট)।
এবি/টিকে