হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বাসে করে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে এসেছিলেন। ভাড়া দেয়ার সময় তারা অর্ধেক ভাড়া দিতে চেয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন শ্রমিকদের সাথে বাগবিতণ্ডা হয় এবং ঘটনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে।
বিক্ষোভের সময় শিক্ষার্থীদের নানা স্লোগান এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে দেখা গেছে। ফলে বরিশাল থেকে কুয়াকাটা রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।
বিএম কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মারধর করেছেন পরিবহন শ্রমিকরা। মারধরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্তীরা নথুল্লাবাদের আসতে থাকে তখন শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পরিবহন শ্রমিকরা। এতে আরও বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের দাবি তাদের অন্যায়ভাবে মারধর করা হয়েছে। শিক্ষার্থীদের হাফ ভাড়া দেয়ার নিয়ম রয়েছে।
তবে কয়েকজন পরিবহন নেতা জানিয়েছেন, সরকারি ছুটি বাদে শিক্ষার্থীরা যাতায়াত করলে তারা হাফ ভাড়া নেন। শুক্র এবং শনিবার তারা হাফ ভাড়া নেন না। এই ঘটনার জের ধরেই সংঘর্ষ হয়েছে।
এমআর/টিকে