তুরস্কের ফুটবল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুয়া কেলেঙ্কারির ঘটনায় শীর্ষ পর্যায়ের ক্লাবের ১০২ জন খেলোয়াড়কে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। তারকিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ) সুপার লিগের ২৫ জন এবং দ্বিতীয় স্তরের প্রথম বিভাগের ৭৭ জন খেলোয়াড়কে ৪৫ দিন থেকে এক বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে।
গালাতাসারাই ও তুরস্কের ডিফেন্ডার এরেন এলমালি ৪৫ দিনের জন্য নিষিদ্ধ হন। একই ক্লাবের সতীর্থ ও তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের সেন্টার-ব্যাক মেতেহান বালতাচি নয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। কোন্যাসপোর এবং সেনেগালের উইঙ্গার আলাসানে নদাও ১২ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এলমালি এই সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে তিনি প্রায় পাঁচ বছর আগে একটি খেলায় বাজি ধরেছিলেন, যা তার দলের খেলা ছিল না।তিনি এ বছর গালাতাসারাইয়ে যোগ দিয়েছেন।
বালতাচিও অতীতে বাজি ধরার কথা স্বীকার করেছেন, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে সেগুলো কখনোই তার খেলা ম্যাচ ছিল না।
তিনি বলেন, 'বহু বছর আগে আমি বাজি ধরেছিলাম, তখন বিষয়টির গুরুত্ব আমি পুরোপুরি বুঝতে পারিনি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার এই কাজের সঙ্গে আমি যে দলগুলোর হয়ে খেলেছি তাদের কোনো ম্যাচের সম্পৃক্ততা ছিল না।'
নিষেধাজ্ঞা শুধুমাত্র ম্যাচ খেলার ক্ষেত্রে প্রযোজ্য, তবে খেলোয়াড়রা প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চলমান তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ১,০০০-এর বেশি খেলোয়াড়কে ফেডারেশনের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ডে পাঠানো হয়েছে।
ফেডারেশন তৃতীয় ও চতুর্থ স্তরের লিগ দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে। তবে, বর্তমান চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের নেতৃত্বাধীন সুপার লিগ ও দ্বিতীয় স্তরের লিগ চালু রেখেছে।
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু, যিনি সপ্তাহের শুরুতে পরিস্থিতিটিকে 'নৈতিক সংকট' বলে উল্লেখ করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ফুটবল থেকে দুর্নীতি, কেলেঙ্কারি এবং অনৈতিক চর্চা দূর করবেন।
তিনি বলেন, 'আমরা ১৬ মাস আগে দায়িত্ব গ্রহণ করি তুর্কি ফুটবলকে তার প্রাপ্য স্থানে উন্নীত করার প্রতিশ্রুতি নিয়ে। আমরা তুর্কি ফুটবলকে কেলেঙ্কারি, অধঃপতন ও দুর্নীতিগ্রস্ত সম্পর্ক থেকে রক্ষা করার লড়াইয়ে কোনও আপস করব না।'
এই কেলেঙ্কারি তুর্কি ফুটবলের সাম্প্রতিক অগ্রগতির জন্য একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, দেশটি ইতালির সঙ্গে যৌথভাবে ২০৩২ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।
এমআর/টিকে