গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।
শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়। তবে বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণ আসে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান দেশের একটি গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি বাসটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলছে। আমাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান, আমরা পাশে দাঁড়ানো ছিলাম। এমন সময় হঠাৎ দেখি বাসের ইঞ্জিনের দিক থেকে আগুন উঠে পুরো সামনের অংশটি জ্বলে উঠছে। বাসের ভেতরে প্রায় দশজন যাত্রী ছিলেন, সবাই দ্রুত নেমে নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। ড্রাইভার ও হেলপারকে তখন আর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে। ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
ইউটি/টিএ