জাহ্নবী কাপুরের ক্যারিয়ার যেন দুই ভুবনের মাঝখানে দাঁড়িয়ে। বলিউডে এখনও নিজের জায়গা পুরোপুরি শক্ত করতে পারেননি তিনি, অথচ টলিউডে তার উজ্জ্বল উপস্থিতি ক্রমেই আলো কাড়ছে।
ঠিক এমন সময় ওদেলা ২–এর পরিচালক অশোক তেজার মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তিনি সরাসরি বলেছেন, জাহ্নবীর টলিউডেই থাকা ভালো, কারণ এখানে তার শক্ত ভরসার জায়গা রয়েছে, রয়েছে দেবারা: প্রথম পর্বের বিপুল সাফল্যের পর অর্জিত আস্থা। সবচেয়ে বড় ভরসা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্মৃতি, যাকে এখনো তেলেগু দর্শক ভীষণ ভালোবাসে।
তেজার এই মন্তব্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন ভক্তরা। কেউ বলছেন, এটি অযাচিত উপদেশ; আবার কেউ বলছেন, বাস্তবতা এটাই - বলিউডে জাহ্নবীর সাম্প্রতিক চলচ্চিত্রগুলো বিশেষ ফল আনতে পারেনি। অন্যদিকে টলিউডে পদ্ম, চিকিরি চিকিরির মতো কাজ তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তার ভক্তসমাজ।
এখন প্রশ্ন একটাই, জাহ্নবী কি টলিউডকে নিজের প্রধান ঠিকানা বানাবেন, নাকি আরও লড়াই করে বলিউডেই নিজের জায়গা পুনরুদ্ধার করতে চাইবেন?
আইকে/টিএ