দক্ষিণ ভারতের সুপারস্টার রাম চরণ ফের বলিউডে আলোচনার কেন্দ্রে। তবে এ বার এর পিছনে মূল কৃতিত্ব বুচি বাবু সানা’র ‘পেদ্দি’ ছবির। ছবির হাই-অক্টেন ট্র্যাক ‘চিকিরি চিকিরি’, যা রচনা করেছেন এ. আর. রহমান এবং গান করেছেন মোহিত চৌহান, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে হিন্দি দর্শককেও আকৃষ্ট করেছে। এই গানের ধ্বনি এবং নাচের মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ থেকে হিন্দি বাজারে বিরল সাফল্য।
রাম চরণের স্ট্রং স্ক্রিন প্রেজেন্স আর রহমানের তীব্র বিটসের সংমিশ্রণ নতুন করে প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা ফিরিয়ে দিয়েছে। আগের ‘অচর্যা’ এবং ‘গেম চেঞ্জার’-এর মধ্যম সাড়া পেরিয়ে, ‘পেদ্দি’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে নতুন করে সুযোগ তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, এটি হতে পারে চরণের ‘পুষ্পা মুহূর্ত’, যা হিন্দি মার্কেটে দ্বিগুণ কিস্তিতে খোলা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
ভক্তরা এই সঙ্গীত ও সিনেমাটিক রেসার্জেন্স উদযাপন করছেন। স্পষ্ট যে, বুচি বাবু সানা নতুন প্রাণ ঢেলেছেন রাম চরণের বলিউড স্বপ্নে, এবং তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
আইকে/টিএ