বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি সম্প্রতি নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন নারীর স্বাধীনতা ও স্বতন্ত্রতা নিয়ে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “একজন নারী সন্তানের মা হলেই কেবল সম্পূর্ণ, এই ধারণা ভুল। একজন নারী তার নিজের মতো করেই সম্পূর্ণ।”
শাবানা আজমির এই মন্তব্য নারীর আত্মপরিচয় ও স্বায়ত্তশাসনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে। তাঁর মতে, সমাজের প্রচলিত ধারনা অনুযায়ী শুধু মা হওয়াকেই নারীর পূর্ণতা হিসেবে দেখা ঠিক নয়। একজন নারী তার দক্ষতা, অর্জন, ব্যক্তিত্ব এবং স্বতন্ত্র চিন্তাভাবনায়ও সমানভাবে পূর্ণ হতে পারে।
অভিনেত্রী আরও যোগ করেন, নারীর জীবনে সন্তানের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা তার মান, মর্যাদা বা পূর্ণতার একমাত্র মানদণ্ড নয়। শাবানা আজমির এই বক্তব্য নারীশক্তিকে উৎসাহিত করে এবং সমাজকে স্মরণ করিয়ে দেয়, নারীর পূর্ণতা তার নিজস্ব পরিচয় ও সক্ষমতার মধ্যেই নিহিত।
শাবানা আজমি এই মন্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে, একজন নারী স্বকীয়তা এবং নিজের স্বপ্ন পূরণ করায়ও সম্পূর্ণ হতে পারে।
আইকে/টিএ