ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর কাছে ১-০ গোলে হেরেছে ইউরোপের দলটি। টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে উজবেকিস্তান।
অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নর্থ কোরিয়া। এছাড়া ২-০ গোলে তিউনিশিয়াকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে অস্ট্রিয়া।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ২ নাম্বার পিচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও বুরকিনা ফাসো। ম্যাচের ৫ মিনিটে মহাম্মেদ জংগো গোল করে বুরকিনা ফাসোকে এগিয়ে দেন। পরবর্তীতে কোনো দল আর গোলের দেখা না পেলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হল আসরের গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। ইতিহাস গড়া উগান্ডার বিপক্ষে শেষ ষোলতে লড়বে বুরকিনা ফাসো।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৯ নাম্বার পিচে ম্যাচের ২৪ মিনিটে উজবেকিস্তানের হয়ে গোল করেন সাদ্রিদ্দিন খাসানোভ। ম্যাচের ৮০ মিনিটে টিনো কুসানভিক গোল করে ক্রোয়েশিয়াকে ম্যাচে ফেরান। নির্ধারিত সময় আর গোল না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৪-৩ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কাটে উজবেকিস্তান। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইতালি।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৪ নাম্বার পিচে ১৩ মিনিটে নর্থ কোরিয়াকে লিড এনে দেন ইউ-জিন কিম। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৬২ মিনিটে হুয়ান উরিবে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান কমান। ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নর্থ কোরিয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ জাপান।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৫ নাম্বার পিচে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল আস্ট্রিয়া ও তিউনিশিয়ার ম্যাচ। ৮৩ মিনিটে পেনাল্টি পায় আস্ট্রিয়া, সেখানে থেকে দলকে লিড এনে দেন জোহানেস মসের। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, তার জোড়া গোলে শেষ ষোলোতে পৌঁছায় অস্ট্রিয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
আইকে/টিএ