টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সবসময়ই তাঁর ইতিবাচক মনোভাব ও পরিণত দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত। সম্প্রতি তিনি জীবনের কঠিন সময়গুলোকে ঘিরে এক গভীর অনুভূতি প্রকাশ করেছেন। কোয়েলের মতে, জীবনের ভালো দিন নয়, বরং কঠিন দিনগুলোই মানুষকে সত্যিকার অর্থে গড়ে তোলে।
অভিনেত্রী বলেন, “জীবনে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ সেই সময়গুলোর প্রতি, যখন কঠিন পরিস্থিতি আমাকে ধৈর্য আর শক্তি শিখিয়েছে।” তাঁর এই মন্তব্য জীবনের প্রতি এক অনন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যেখানে প্রতিকূলতা কোনো বোঝা নয়, বরং শক্তি হয়ে ওঠে।
কোয়েল মনে করেন, জীবনের প্রতিটি বাধা, হতাশা কিংবা পরাজয় মানুষকে আরও দৃঢ় করে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তৈরি হয় ধৈর্য, তৈরি হয় মানসিক শক্তি। তাঁর মতে, কঠিন সময়গুলো গ্রহণ করার মধ্যেই আছে জীবনের আসল প্রাপ্তি।
অভিনেত্রীর এই উপলব্ধি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কারণ বর্তমান যুগে যখন মানুষ সহজেই ভেঙে পড়ে, তখন কোয়েলের মতো দৃষ্টিভঙ্গি শেখায়, জীবন সহজ না হলেও, তার প্রতিটি অধ্যায়েই থাকে মূল্যবান শিক্ষা।
আইকে/টিএ