বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র কাঠামো গঠনের সর্বজনীন দিকনির্দেশনা। বিএনপি এই ৩১ দফার মধ্য দিয়ে দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই স্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ৫০০ বছরের ইতিহাসে এমন নিরহংকার, নির্ভেজালভাবে দেশের কল্যাণে কেউ যদি কোনো দফা দিয়ে থাকে সেটা হলো তারেক রহমানের ৩১ দফা। এ দফায় রাষ্ট্র গঠনের সর্বজনীন দিক, সমাজের কৃষক, নাপিত, দিন মজুরের অধিকার থেকে শিক্ষা, কর্মসংস্থান সকল কিছুর সুস্পষ্ট সংস্কার রয়েছে। এটা যদি অন্য দলের নেতারা পড়তেন তাহলে তারা আর নতুন করে সংস্কার চাইতেন না।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণ থেকে পাঁচথুবি, পূর্বে বর্ডার এলাকা থেকে পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত কুমিল্লা মহানগরকে এমনভাবে সাজাবো যেন কুমিল্লা পৃথিবীর মধ্যে একটি অন্যতম মহানগর হিসবে উদাহরণ হয়ে থাকে। এ দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে, তারেক রহমানের প্রচেষ্টায়, ইউনূস সরকারের বদান্যতায় আমরা নির্বাচনের ধারপ্রান্তে এসেছি। বিএনপির দূরদর্শিতায় তিন মাস আগে নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। আমাকে মনোনীত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান। বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভুঁইয়া বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে সুখী সমৃদ্ধির বাংলাদেশ গঠন হবে। কুমিল্লা-৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়ে দল বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তিনি এমন একজন নেতা যিনি সর্বদা মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নের কথা ভাবেন।
বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ তুহিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. এম এম শরীফুল করীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর, মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান ও কাজী মাহবুব।
এসএস/টিকে