জীবনের পথে সংগ্রাম আর সাফল্যের গল্প কখনও কখনও এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যায় অনুপ্রেরণার বাতিঘর হয়ে। অভিনেতা শন ব্যানার্জি ঠিক এমনই একটি স্মৃতির কথা জানালেন, যা তাঁকে নতুন চোখে দেখিয়েছে নিজের পরিবারের ইতিহাসকে। দাদুর জীবনী পড়ে তিনি বুঝেছেন, কত পরিশ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে একজন মানুষ নিজেদের ওপর চাপানো ব্যর্থতার ছাপ মুছে উঠে দাঁড়াতে পারেন।
শন জানান, তাঁর দাদুকে একসময় বলা হতো ‘ফ্লপ মাস্টার জেনারেল’। সেই তকমা যেন ছিল অবহেলার এক ভারী বোঝা। কিন্তু দাদু সেই ব্যর্থতাকে জীবনের শেষ কথা মনে করেননি। প্রতিটি দিনকে নতুন করে শুরু করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, অক্লান্ত পরিশ্রমে তিনি নিজেকে তৈরি করেছিলেন। একসময় সেই মানুষটাই হয়ে উঠেছিলেন মহানায়ক- পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ।
দাদুর সংগ্রামের গল্প শনের মনে আজও দোলা দেয়। তাঁর কথায়, এই গল্প তাঁকে মনে করিয়ে দেয়- অভিযোগ নয়, পরিশ্রমই মানুষের ভাগ্য বদলে দেয়। আর সাফল্য কখনও হঠাৎ আসে না, আসে দৃঢ় মন নিয়ে এগিয়ে চলার পথ ধরে।
কেএন/টিকে