জীবনের সব রাগ, অভিমান আর ভুল- বোঝাবুঝির ভিড়ে যে শব্দটি মানুষকে সবচেয়ে বেশি মুক্তি দেয়, তা হলো ক্ষমা। ঠিক এই শক্তির কথা স্মরণ করিয়ে দিলেন বলিউড তারকা আমির খান।
নিজস্ব জীবনের অভিজ্ঞতা আর দীর্ঘ পথচলা থেকে উঠে আসা এক গভীর উপলব্ধি শেয়ার করে তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে ক্ষমার মধ্যেই।
আমিরের ভাষায়, কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া শুধু অন্যের প্রতি সহানুভূতির প্রকাশ নয়, বরং নিজের মনকে হালকা করে নেওয়ারও এক দুর্লভ সুযোগ। কারণ ক্ষোভ যতদিন বুকে জমে থাকে, ততদিন মানুষের ভেতরে অশান্তি জন্মায়। কিন্তু ক্ষমা করলেই মন ফিরে পায় শান্তির স্পর্শ।
তারকা আমির খানের এই বার্তা ভক্তদের মনে দাগ কেটেছে। আলোচনার জগতে তার মন্তব্য নতুন করে মনে করিয়ে দেয়-ব্যক্তিগত সম্পর্ক হোক বা জীবনের যে কোনো ক্ষেত্র, ভুলকে ভুল হিসেবেই মেনে নিয়ে এগিয়ে যাওয়াই মানুষকে করে বড়, প্রশান্ত এবং স্বচ্ছ। তার এই সহজ অথচ গভীর উপলব্ধি বর্তমান সময়ে যেন আরও প্রাসঙ্গিক।
কেএন/টিকে