মাঝেমধ্যেই সহশিল্পীদের সম্পর্কে অকপট মন্তব্যে চমকে দেন শিল্পা শেট্টি। এবার বলিউডের রাজপুত্র শাহরুখ খানকে ঘিরেই জানালেন এক মজার অথচ তাৎপর্যপূর্ণ কথা। তাঁর মতে, শাহরুখের সাফল্যের মূল রহস্য লুকিয়ে আছে তাঁর নিজের প্রতি অটল বিশ্বাসে।
শিল্পা বলেন, শাহরুখ নিজের ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে ‘কিং’ ভাবতেন। সেই আত্মবিশ্বাস কোনোদিনই নড়েনি। আজও তিনি নিজেকে ঠিক সেইভাবেই দেখেন। আর মানুষও তাঁকে রাজা মানে, কারণ তিনি প্রথমে নিজেই নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে শিখেছিলেন।
শিল্পার এই মন্তব্য যেন নতুন করে মনে করিয়ে দেয়, সাফল্য শুধু প্রতিভার নয়, নিজের প্রতি ভরসারও ফল। শাহরুখের যাত্রা তাই শুধু এক তারকার গল্প নয়, বরং বিশ্বাস, পরিশ্রম আর অবিচল মনোবলের এক দীর্ঘ অধ্যায়।
কেএন/টিকে