শিল্পের জগতে সম্পর্ক অনেক সময়ই রক্তের বন্ধনকে ছাড়িয়ে যায়। আলোঝলমলে পর্দার আড়ালে গড়ে ওঠে এমন কিছু আবেগ, যা পরিবারকেও হার মানায়। ঠিক এমনই এক অনুভূতির কথা জানালেন অভিনেতা দেব। মিঠুন চক্রবর্তীর প্রতি তাঁর মমতা, শ্রদ্ধা আর গভীর টান প্রকাশ পেয়ে গেল এক ছোট্ট বাক্যে- মিঠুনদা তাঁর কাছে বাবার মতো।
দেব জানান, মিঠুন চক্রবর্তী শুধু একজন কিংবদন্তি নন, তাঁর ব্যক্তিগত জীবনে একজন পথপ্রদর্শকও। বহু সময় পরামর্শ, স্নেহ আর আদরে পাশে থেকেছেন তিনি। সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছে যে, দেব নিঃসংকোচে বলে ফেলেন- মিঠুনদার শরীর খারাপ হলে, কিডনি প্রয়োজন পড়লে তিনি দিতে প্রস্তুত।
এই বক্তব্য শুধু এক তারকার প্রতি শ্রদ্ধাই নয়, বরং মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ টান কতটা গভীর হতে পারে, তারই উজ্জ্বল উদাহরণ। দেবের কথায় যেন স্পষ্ট- জীবনের কিছু সম্পর্ক রক্তের নয়, অনুভূতির, আর সেই সম্পর্কই কখনও হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়।
কেএন/টিকে