টোটা রায়চৌধুরী যেন আবারও নিজের পুরোনো ভরসার জায়গায় ফিরে এলেন। বহু বছর ধরে বিভিন্ন ঘরানার চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন তিনি। তবু পুলিশ চরিত্রে তাঁর উপস্থিতি আলাদা শক্তি নিয়ে আসে। রাজা চন্দের নতুন ছবি ‘পুলিশ’-এ এবার তাঁকে দেখা যাবে ইনস্পেক্টর রণদীপ রায় হিসেবে এক কঠোর, দৃঢ় এবং নির্ভীক অফিসার, যার কাজ শহরের ভয়ঙ্কর মাফিয়ারাজকে দমিয়ে রাখা।
ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে। ধুলোমাখা গলিপথ, টানটান উত্তেজনা আর লাগাতার ধাওয়াপাল্টা সব মিলিয়ে এক দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে সেখানে। কেন্দ্রীয় চরিত্র রণদীপকে ঘিরেই এগোবে গল্প, যার দায়িত্ব শহরের অন্ধকার সাম্রাজ্যকে ভেঙে চুরমার করা। এই অ্যাকশনঘেরা নতুন অবতারে টোটাকে দেখে দর্শক যেমন উত্তেজিত, তিনিও সমানভাবে উচ্ছ্বসিত।
ট্রেলার প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে টোটা বললেন, তিনি কখনও নেতিবাচক বা দুর্নীতিগ্রস্ত পুলিশের চরিত্রে অভিনয় করতে চান না। বাস্তবে কাছ থেকে দেখেছেন এই পেশার কঠিন লড়াই, দেখেছেন নিষ্ঠা আর আত্মত্যাগ। তাই পুলিশ চরিত্রে অভিনয় করলে সবসময় তিনি মানবিক ও ইতিবাচক দিকটি সামনে আনতে চান। তাঁর মতে, সমাজে প্রতিদিনই অন্যায়ের বিরুদ্ধে যে অদৃশ্য যুদ্ধ চলে, তা ধরে রাখার জন্য দরকার সাহস আর সততা—যা তিনি রণদীপ রায়ের মধ্যে তুলে আনতে চেয়েছেন।
অভিনেতার কথায়, নাচ, গান, রহস্য, উত্তেজনা আর অ্যাকশন সব মিলিয়ে পূর্ণাঙ্গ বিনোদনের ছবি হতে চলেছে ‘পুলিশ’। আগামী ২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। টোটার বিশ্বাস, এই চরিত্র আবারও দর্শকদের কাছে তাঁকে নতুনভাবে চিনিয়ে দেবে।
আরপি/টিকে