ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী সিনেমা ‘শোলে’ মুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন করে প্রেক্ষাগৃহে আসছে। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির ৪কে রেজল্যুশনের ‘আনকাট ভার্সন’ ভারতজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।; ফলে নতুন করে দেখা যাবে সিনেমাটির কিছু কাহিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর ভারতের প্রায় ১৫০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘শোলে’র এই বিশেষ সংস্করণ।
কলকাতায় অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে পরিচালক রমেশ সিপ্পি তার ছবিটি নিয়ে নানা অজানা তথ্য তুলে ধরেন। সেখানেই তিনি জানান, এবার দেশজুড়ে সিনেমাটির ৪কে ভার্সন মুক্তি পাবে।
অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং প্রয়াত আমজাদ খান অভিনীত এই ছবিটি মুক্তির সময় সেন্সর বোর্ডের নির্দেশে একাধিক দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। পরিচালক জানান, এবার সেই বাদ যাওয়া দৃশ্যগুলোসহ সম্পূর্ণ ছবিটি দেখতে পাবেন দর্শক।
মূল ছবিতে কুখ্যাত ডাকাত গাব্বার সিং (আমজাদ খান) যখন রহিম চাচার ছেলে আহমেদকে খুন করে, তখন সেন্সর বোর্ডের আপত্তিতে নৃশংসতার অভিযোগে দৃশ্যটি সংক্ষিপ্ত করা হয়েছিল। আনকাট সংস্করণে আমজাদ খানের চরিত্রটি কীভাবে শচীনের (আহমেদ চরিত্রে) গলা চেপে ধরেছিল, সেই বিস্তারিত দৃশ্যগুলো এবার দেখানো হবে।
আরপি/টিকে