অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি: ফারুক আবদুল্লাহ

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

একইসঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে সাবেক এই মুখ্যমন্ত্রীর বক্তব্যে কাশ্মিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগও তুলেছে বিজেপি। শনিবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ এদিন হরিয়ানায় আটক হওয়া সন্ত্রাসীদের নিয়েও কথা বলেন। ওই সন্ত্রাসীরা পেশায় সবাই ডাক্তার। তিনি বলেন, কেন সেই ডাক্তাররা এমন পথে গেলেন, তা খতিয়ে দেখা জরুরি।

ফারুক আবদুল্লাহর ভাষায়, “যারা দায়ী, তাদের জিজ্ঞেস করতে হবে— কেন এসব ডাক্তারকে এই পথে যেতে হলো? কী কারণ? এর পূর্ণাঙ্গ তদন্ত ও বিশদ বিশ্লেষণ হওয়া দরকার।”

ফারুক আশঙ্কা প্রকাশ করেন, হরিয়ানায় সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার ঘটনার পর নতুন করে আরেকটি ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমি আশা করি তেমন কিছু হবে না। অপারেশন সিন্দুর থেকে কিছুই পাওয়া যায়নি। আমাদের ১৮ জন মানুষ মারা গিয়েছিল, সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল। দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয়। আমি আবারও বাজপেয়ীর সেই কথাই বলব  বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না।”

এছাড়া গত শুক্রবার রাতে শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণে ৯ জন নিহত হওয়ার ঘটনাতেও প্রশাসনের তীব্র সমালোচনা করেন ফারুক আবদুল্লাহ। বিস্ফোরক সামগ্রী ঠিকমতো না সামলানোর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “এটা আমাদের ভুল। যারা বিস্ফোরক সম্পর্কে ভালো জানে, নিজেরা সামলানোর বদলে তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। ফল তো দেখলেন  ৯ জন মারা গেল, আশপাশের বাড়িঘর নষ্ট হলো। অথচ দিল্লির ঘটনাতেই কাশ্মিরিদের দোষারোপ করা হচ্ছে। কবে সেই দিন আসবে, যখন আমাদের ভারতীয় হিসেবে গ্রহণ করবে? কবে আর এমন অভিযোগ উঠবে না?”

জবাবে বিজেপি নেতা তরুণ চুঘ সরাসরি ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের জন্য চোখের পানি ফেলাই ওদের পুরোনো অভ্যাস। ফারুক আবদুল্লাহ এখনই সন্ত্রাসীদের পক্ষ নেওয়া বন্ধ করুন।”
শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের বিষয়ে জম্মু-কাশ্মির পুলিশের ডিজি নলিন প্রভাত বলেন, ফরেনসিক নিয়ম মেনে বিস্ফোরক পরীক্ষা চলার সময়ই দুর্ঘটনাটি ঘটে। তাই অযথা জল্পনা-কল্পনার দরকার নেই।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন Nov 16, 2025
পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজে প্রভাষকদের কর্মবিরতি ঘোষণা Nov 16, 2025
কলেজ ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন Nov 16, 2025
নভেম্বরেই বিএনপির ৬৩ আসনে মনোনয়ন চূড়ান্ত Nov 16, 2025
img
রাগের মুহূর্তে চুপ থাকাই পরিণত সিদ্ধান্ত : অক্ষয় কুমার Nov 16, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজকের গাছ কাটায় বৃক্ষ প্রেমীর ক্ষোভ Nov 16, 2025
শেখ হাসিনা আমার মায়ের মতো: কাদের সিদ্দিকী Nov 16, 2025
দুই ঘণ্টার ব্যবধানে দুই বিস্ফোরণ: তদন্তে পুলিশ Nov 16, 2025
img
গণভোটের ফলে নিন্দিত হতে পারে কমিশন: কাদের সিদ্দিকী Nov 16, 2025
আমি স্বপ্ন দেখি এমপি–মন্ত্রী হওয়ার, দায়িত্ব পেলে কোনো গরিব রাখব না Nov 16, 2025
img
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মেহজাবীন Nov 16, 2025
img
এবারের নির্বাচনে পোস্টাল ভোটিংসহ বহু নতুন বিষয় : সিইসি Nov 16, 2025
img
বরিশালে অনির্দিষ্টকালের জন্য চলছে বাস ধর্মঘট Nov 16, 2025
img
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে মুখ খুললেন নোরা ফাতেহি Nov 16, 2025
img
শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে : আমিনুল হক Nov 16, 2025
img
পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া আহসান Nov 16, 2025
img
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ Nov 16, 2025
img
রাজামৌলীর বারাণসীর শিরোনাম ভিডিও প্রকাশ হতেই আলোচনার ঝড় Nov 16, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক Nov 16, 2025
img
আসিফ ইস্যুতে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ Nov 16, 2025