ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু সম্প্রতি শারীরিক সমস্যার কারণে শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। চলতি মাসের গোড়ার দিকে হঠাৎই ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণও নিতে পারেননি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে সৌমিতৃষা জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। যদিও পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। মারাত্মক জ্বর ও শারীরিক সমস্যার কারণে এখনো কাজ শুরু করতে পারছেন না। তিনি আরও কিছুদিন বিশ্রামের পর সম্পূর্ণ সুস্থ হয়ে শুটিংফ্লোরে ফিরবেন।
ছোটপর্দায় ‘মিঠাই’ চরিত্রে জনপ্রিয়তা অর্জন করা সৌমিতৃষা ছোটপর্দা থেকে দূরে থাকলেও ওয়েব সিরিজ ও অন্যান্য প্রকল্পে কাজ করছেন। তাঁর অনুরাগীরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার জন্য শুভকামনা জানাচ্ছেন।