বলিউডে নতুন বাবা-মা রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে এসেছে কন্যাসন্তান। ১৫ নভেম্বর, তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীতে সন্তান জন্ম নেওয়ায় এই মুহূর্ত তাদের জন্য আলাদা আনন্দের। এই বিশেষ মুহূর্তে বলিপাড়ার আরও এক নতুন বাবা-মা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি শুভেচ্ছা জানিয়েছেন।
সিদ্ধার্থ-কিয়ারার পোস্টে লেখা, “তোমাদের জীবনের সবথেকে দামি উপহার, তোমাদের কন্যাসন্তান ঘরে আসার অনেক শুভেচ্ছা। জীবনের নতুন অধ্যায় শুরু হল তোমাদের।” রাজকুমার রাও উত্তরে লিখেছেন, “ধন্যবাদ কিয়ারা। তোমাদের পরিবারের খুদে সদস্যের সঙ্গে দেখা করার অধীর অপেক্ষায় রয়েছি।”
২০১৪ সালে ‘সিটি লাইটস’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে রাজকুমার ও পত্রলেখার বন্ধুত্ব গভীর হয়ে প্রেমে পরিণত হয় এবং ২০২১ সালে তারা বিবাহিত হন। সন্তান আসার আগে নিউজিল্যান্ডে বেবিমুনও উপভোগ করেছেন তারা। বর্তমানে সিদ্ধার্থ-কিয়ারার ঘরে জন্ম নেওয়া কন্যাসন্তানও তাদের জীবনে নতুন আনন্দ যোগ করেছে।
সেলিব্রিটি দম্পতিদের নতুন সদস্যদের আগমনে বলিপাড়ার সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা ও উচ্ছ্বাস ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়।
আরপি/টিকে