ভারতের প্রভাবশালী ও বলিউডের পরিবারগুলো এখনো মনে মনে পুত্রসন্তানই চায়। পুত্রসন্তান চাওয়ার ক্ষেত্রে আর শিক্ষিত-অশিক্ষিত, উচ্চবিত্ত বা নিম্নবত্ত, সবাই এক ভাবনা পোষণ করেন বলে মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত।
তার মতে, আজও কন্যাসন্তান চান না কেউ। এমনকি, শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও নাকি কন্যাসন্তান হলে মনে মনে অসন্তুষ্ট হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা মান্ডির সাংসদ এই মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন।
অভিনেত্রী বলেছেন, “এশিয়ার সব পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। বিশেষ করে, দ্বিতীয়বার কন্যাসন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে, কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত।
তারা দেখাতে চান, তাদের চোখে পুত্র বা কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই চিত্র দেখা যায়।”
প্রথম কন্যাসন্তান হলে তাও মানিয়ে নেন সবাই।
কিন্তু দ্বিতীয়বার কন্যাসন্তান হলেই কপালে ভাঁজ পড়ে। বড় পরিবারেই এই প্রবণতা বেশি দেখা যায় বলে মত প্রকাশ করেন কঙ্গনা।
কঙ্গনার সাক্ষাৎকারের সেই ভিডিও ভাইরাল হতেই, সেখানে মন্তব্য বিভাগে এক অনুরাগী লেখেন, “যারা বেশি ধনী হন, তারাই কিন্তু বেশি গোঁড়া মানসিকতার হন। আমি এক স্বচ্ছল পরিবারের দম্পতিকে চিনি। তারা ব্যাংকক থেকে দুবাই সর্বত্র ঘুরে প্রার্থনা করেছেন, তাদের যেন পুত্রসন্তান হয়।
দুই কন্যাসন্তান নিয়ে তারা খুবই দুঃখে ছিলেন।”
এসএন