বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন ও রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘দে দে পেয়ার দে টু’। যেটি ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘দে দে পেয়ার দে’ ছবির সিকুয়েল। এবার দীর্ঘ ছয় বছর পর নির্মিত হলো সেই সিকুয়েল। ইতিমধ্যে বক্সঅফিসে বেশ ভাল সাড়া ফেলেছে ছবিটি।
প্রথম পার্ট আকিব আলী দ্বারা পরিচালিত হলেও দ্বিতীয় পার্ট অংশুল শর্মা পরিচালনা করছেন। তবে নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৫ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বেঁধেছেন ৫৬ বছর বয়সি অজয়। তবে সিনেমাটিতে নেই টাবু।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা আয় করেছে ৮.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ১২ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০.৫ কোটি রুপি।
অন্যদিকে স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৯.২৫ কোটি রুপি।
শুরুতে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ‘দে দে পেয়ার দে টু’। তবে দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেন, “সিনেমাটির দৈর্ঘ্য আমাকে অস্থির করে ফেলেছে।” পাঁচে আড়াই রেটিং দিয়েছেন তিনি।
‘দে দে পেয়ার দে’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু দ্বিতীয় পার্টের গল্প। এতে ২৮ বছর বয়সি আয়েশার প্রেমে পড়বেন ৫২ বছর বয়সি আশীষ। যেই চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং ও অজয় দেবগন।
সিনেমাটির দ্বিতীয় পার্টের বিভিন্ন চরিত্রে দেখা যাবে, আর মাধবন, জাভেদ জাফেরি, ইশিতা দত্ত, সঞ্জীব শেঠ প্রমুখ। প্রথম পার্ট নির্মাণে ব্যয় হয়েছিল ৭৮ কোটি রুপি, আর দ্বিতীয় পার্টে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি।
এসএন