ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের অভিনয় দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তা দিয়ে দুই বাংলাতেই পরিচিতি লাভ করেছেন । সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
সম্প্রতি নিজের নতুন একটি প্রজেক্ট নিয়ে আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী তার পোস্টে জানিয়েছেন, আরো একটি অসাধারণ গল্প বলার কাজ শেষ হলো।
শুভশ্রী লিখেছেন, ‘এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধুমাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা।’
তার নতুন চরিত্র 'দীপা'কে প্রতিটি নারীর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘েপ্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হলো আলোকিত, উজ্জ্বল।’
শুভশ্রী আরও ইঙ্গিত দিয়েছেন, ‘দীপা আসবে অনেক টা আলো নিয়ে, একটু তাপ, আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ‘ওয়েটিং রুম’ এর জন্য।’
এসএন