সরকার ইটভাটার বিরুদ্ধে আইন তৈরি করে, কিন্তু বিকল্প তৈরি করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজওয়ানা বলেছেন, ধানীজমিতে ইটভাটা বানিয়ে সৃষ্ট আগুন ও ধোঁয়া সবুজায়ন নষ্ট করছে। দায়িত্ব নেয়ার পর, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা ভেঙেছি। তিনি বলেন, পূর্ত অধিদফতর আমাদের একটি ম্যানুয়াল দেন, কি কি উপায়ে গ্রিনবিল্ডিং তৈরি করা যায়। এটি করতে আপনাদের একমাসের বেশি সময় লাগার কথা না। সকল অধিদফতর ও মন্ত্রণালয় গ্রিন বিল্ডিংয়ের বাইরে যেতে পারবে না। এটি করলে আমরা বাধ্যতামূলকভাবে ঐ প্রক্রিয়ায় যেতে পারবো।
রিজওয়ানা বলেন, সরকারের নীতিতে ও নির্দেশনায় পরিবর্তন আনা দরকার। আগের ধানমন্ডি লেক এখনকার ধানমন্ডি লেক অনেক আলাদা। এই লেকগুলো ড্রেনেজ ব্যবস্থার জন্য নয়, এটি মানুষের জন্য। উন্নয়ন বলে প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে বাণিজ্যিকভাবে কাজ করতে থাকি।
তিনি বলেন, ধানমন্ডি ক্লাব তো ট্রেনিং সেন্টারের জায়গা না। প্রাইভেট ক্লাব এসে বড়লোকের ছেলে-মেয়েদের ক্রিকেট খেলাবে সেটি হতে পারে না। কমিউনিটি কতটুকু কাজ করবে আর সরকার কতটুকু কাজ করবে সেই সীমানা নির্ধারণ করে দিতে হবে।
উপদেষ্টা আরও বলেন, পুরনো বিল্ডিং পুরনো আদলে রেখেই যারা সংস্কার করবেন তারা ভাঙবার পরিকল্পনা করবেন না। সাদা সাদা পিচ্ছিল টাইলস্ যেন না দেখতে হয়।
ইউটি/টিএ