সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী। এ উপজেলার প্রতিটি পরিবারেই বেকার যুবক-যুবতী রয়েছে। আমি এসব পরিবারের অভিভাবকদের বলব, আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলেন। কারণ, কর্ম পেতে হলে অবশ্যই লেখাপড়া লাগবে।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো জানান, দীর্ঘ ১৭ বছর জেলে থাকার পর আবার নির্বাচনী মাঠে ফিরে আসা আমার জন্য অমূল্য সুযোগ। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। এখন আমার প্রধান চিন্তা আখেরাত, তারপরে এলাকার জনগণ ও পরিবার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আমি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে মাঠে এসেছি। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালাতে মাঠে নেমেছি।
লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এলাকার উন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে জনসমাবেশ করেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন।