রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে মিরপুর ১২ এলাকায় ১৭৭ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পল্লবী থানার মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশন এর নিচে ১৭৭ নম্বর পিলার এর সামনে হঠা একটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমার জানা নেই।
এসএন