বলিউডের ‘রকস্টার’ রণবীর কাপুর সম্পর্ককে কেন্দ্র করে এক পরিণত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তার মতে, একটি সম্পর্কের আসল ভিত্তি হলো ভারসাম্য।
রণবীরের ব্যাখ্যা অনুযায়ী, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, বরং তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়ানো এক ভারসাম্যপূর্ণ যাত্রা। প্রথম স্তম্ভ হলো পরস্পরের প্রতি অটুট বিশ্বাস। দ্বিতীয় স্তম্ভ, একে অপরের সিদ্ধান্ত ও ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা। এবং তৃতীয় স্তম্ভ, একে অপরকে নিজের স্থান বা স্পেস দেওয়া। এই স্পেসই সম্পর্ককে চাপ ও দমবন্ধকর পরিস্থিতি থেকে রক্ষা করে।
কেবল আবেগের ওপর নির্ভর করে সম্পর্ক টিকানো যায় না বলে তিনি মনে করেন। বরং বিশ্বাস, শ্রদ্ধা ও স্বাধীনতার সংমিশ্রণই একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলে। রণবীর কাপুরের এই দর্শন আজকের প্রজন্মের জন্য এক মূল্যবান মন্ত্র হিসেবে কাজ করতে পারে, যা প্রেম এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এসএন