চলতি বছরের শুরুতে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীর হামলার ঘটনা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এবার প্রায় একই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নানা। রাজধানী সোলের কাছাকাছি নিজ বাড়িতে এক আততায়ী ধারালো অস্ত্র হাতে ঢুকে এই তারকা এবং তার মাকে হুমকি দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ৩০ বছর বয়সী এক অচেনা ব্যক্তি গায়িকা-অভিনেত্রী নানা'র বাসায় ঢুকে চুরি ও ডাকাতির চেষ্টা করে। হাতে ধারালো অস্ত্র থাকায় পরিস্থিতি দ্রুতই অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। অভিনেত্রী নানা এবং তার মা মিলে দীর্ঘ সময় ধরে ওই অভিযুক্তের সঙ্গে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেন।
নানা'র ঘনিষ্ঠ সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ আসার আগ পর্যন্ত মা ও মেয়ে প্রাণপণ চেষ্টা করে নিজেদের রক্ষা করেন। তবে এই দীর্ঘ ও মানসিক চাপের মোকাবিলার ফলস্বরূপ নানা'র মা একপর্যায়ে জ্ঞান হারান। আতঙ্ক ও শারীরিক ধকলে অসুস্থ হয়ে পড়েন নানা নিজেও। দ্রুত তাদের চিকিৎসার প্রয়োজন হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গুরি থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আপাতত চুরি ও ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
নানা, যার আসল নাম ইম-জিন-আহ, দক্ষিণ কোরিয়ায় ব্যাপক জনপ্রিয় এক তারকা। ২০০৯ সাল থেকে তিনি বিখ্যাত কে-পপ ব্যান্ড ‘আফটার স্কুল’-এর শিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। গানের পাশাপাশি তিনি অভিনয় জগতেও সমান পরিচিত। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক, যেমন ‘কিল ইট’ এবং ‘জাস্টিস’-এ তিনি নজরকাড়া অভিনয় করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে মধ্যরাতে ঢুকে এক দুষ্কৃতী তাকে ছয়বার ছুরিকাঘাতের চেষ্টা করে আতঙ্ক সৃষ্টি করেছিল। এর আগে, অভিনেতা সালমান খানের বাড়ি গ্যালাক্সি-তেও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল।
এসএন