রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরোয়ার।
তিনি বলেন, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মহাখালীর আমতলী এলাকায় রাস্তার উপর একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়া সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে অভিযান চলছে।
পিএ/টিএ