মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স -এর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি আসছে, তা এক প্রকার নিশ্চিত করে দিলেন পরিচালক রায়ান কুগলার। সম্প্রতি ‘সিনার্স’ ছবির প্রচারের ফাঁকে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
যখন তৃতীয় কিস্তি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন, তখন তিনি বলেন, ‘হয়তো তোমার জায়গায় থাকলে আমি বলতাম, ‘আমি পুরোপুরি হ্যাঁ-ও বলছি না, আবার না-ও করছি না’। তবে এই বিষয়টি নিয়ে আমরা সবাই মিলে জোরদার চেষ্টা চালাচ্ছি। এটা আমাদের আগামী ছবি।’
এই ছবির মাধ্যমে কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন হয়তো মার্ভেল ইউনিভার্সে পা রাখতে চলেছেন। কিছুদিন আগেই ডেনজেল নিজে জানিয়েছিলেন, কুগলার নাকি তার জন্য ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর একটি চরিত্র লিখছেন।
পরে কুগলারও সেই গুঞ্জন নিশ্চিত করে বলেন, ‘ডেনজেলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যদি উনি এই ছবির জন্য আগ্রহী হন, তাহলে তো হবেই এই ছবি।’
২০১৮ সালে চ্যাডউইক বোসম্যানের নেতৃত্বে প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি মুক্তি পাওয়ার পর এটি শুধু একটি সিনেমা থাকেনি, বরং আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, ওয়াকান্ডার রাজনীতি এবং টি’চালার আইকনিক চরিত্রের কারণে এটি পরিণত হয়েছিল একটি সাংস্কৃতিক বিপ্লবে।
তবে ২০২০ সালে চ্যাডউইকের অকালপ্রয়াণ গোটা মার্ভেল টিমের জন্য বিশাল ধাক্কা ছিল। তার অনুপস্থিতিতে তৈরি হয় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, যেখানে শুরি (লেটিশিয়া রাইট) ভাইয়ের উত্তরাধিকার রক্ষা করে নতুন ‘ব্ল্যাক প্যান্থার’ হিসেবে আবির্ভূত হন এবং রামোন্ডার মৃত্যু গল্পে আবেগের বন্যা নিয়ে আসে।
ইএ/টিকে