হাতে টাকা আসার পর জীবনে এসেছে দামী কেনাকাটা, বিলাসিতা আর ফাইভ স্টার হোটেলের পরিবেশ। কিন্তু বদলায়নি তাঁর ভেতরের মানুষটি। অর্থে সমৃদ্ধ হলেও অভ্যাসে রয়ে গেছেন আগের মতোই সহজ–সরল। ঝকঝকে রেস্টুরেন্টে নানা আড়ম্বর ঘিরে থাকলেও খাবার খান হাত দিয়েই, যেন সেই পুরোনো স্বস্তিটুকুই ধরে রাখতে চান। সাফল্য তাঁকে আলাদা করে ফেলতে পারেনি; পরিবর্তন এসেছে বাইরে, ভেতরে নয়।
এবি/টিকে