চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সীতাকুণ্ডগামী সিডিএম পরিবহনের বাস মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টসের কর্মী মো. শাহআলম (৫৫) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা পুলিশ সদস্য মো. কামাল (৪৫)। অপর তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে সিডিএম পরিবহনের বাসটি মীরেরহাট বটতলা এলাকায় ঢোকার সময় সামনে থাকা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে জোরালো ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং মুহূর্তেই খাদে পড়ে যায়। এতে যাত্রীদের আর্তচিৎকারে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার কাজে নামেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চমেকে পৌঁছানোর পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে আনা হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মো. জাকির রাব্বানি গণমাধ্যমকে বলেন, বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান। আহতদের অনেকেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, মোট ২১ জনকে হাসপাতালে আনা হয়েছে। অনেকের মাথায় আঘাত, হাত-পা ভাঙা এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ রয়েছে। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনের অবস্থা সংকটজনক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মীরেরহাট বটতলা এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মহাসড়কের পাশে অবৈধ পার্কিং, কাভার্ডভ্যান লরির সারি, নির্মাণসামগ্রীর স্তূপ এবং দ্রুতগতির বাসের প্রতিযোগিতা সবই দুর্ঘটনার বড় কারণ। তাদের ভাষ্য, এখানে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে; কিন্তু কোনোও ব্যবস্থা নেওয়া হয় না।


আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তৃতীয় দিনে ৬ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু Nov 17, 2025
img
শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে : মীর স্নিগ্ধ Nov 17, 2025
img
কিংবদন্তী শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ Nov 17, 2025
img
শেখ হাসিনার মামলার রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আহত জুলাইযোদ্ধারা Nov 17, 2025
img
শেখ হাসিনা মামলার খবর সংগ্রহের জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড় Nov 17, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি Nov 17, 2025
img
হাজারবার ফাঁসি দিলেও হাসিনার জন্য কম হবে : মীর স্নিগ্ধ Nov 17, 2025
img
রায় ঘোষণার আগে দেশবাসীকে সালাম জানালেন চিফ প্রসিকিউটর Nov 17, 2025
img
ক্ষমার শক্তি নিয়ে আলোচনায় অভিনেতা আমির খান Nov 17, 2025
img
রায়ের আগে বাংলাদেশে সহিংসতার সতর্কতা সজীব ওয়াজেদ জয়ের Nov 17, 2025
img
দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি Nov 17, 2025
img
মাদুরোর সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প Nov 17, 2025
img
হাসপাতাল ছাড়লেন শুভমান গিল Nov 17, 2025
img
শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন, প্রত্যাশা স্টেট ডিফেন্স আমির হোসেনের Nov 17, 2025
img
বিদেশি নাগরিকদের দুঃসংবাদ দিল জাপান Nov 17, 2025
img
পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা Nov 17, 2025
img
সংকুচিত হয়েছে জাপানের অর্থনীতি Nov 17, 2025
img
ফের নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন Nov 17, 2025
img
ময়মনসিংহে খোলা ম্যানহোলে পড়া নারীকে ৩ দিন পর জীবিত উদ্ধার Nov 17, 2025
img
সম্পর্ক নিয়ে গভীর বার্তা অভিনেত্রী হিনা খানের Nov 17, 2025