ক্ষমাই মানুষের সবচেয়ে বড় শক্তি এমন এক মানবিক বার্তা ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। একটি সংক্ষিপ্ত পোস্টে বলা হয়েছে, যদি কেউ ভুল করে থাকে, তাকে ক্ষমা করে দিতে পারলেই মন হালকা হয়ে যায়। ক্ষমার ভেতরেই লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় জয়।
এই বক্তব্যটি ঘিরে অনলাইনে নতুন করে আলোচনায় এসেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের নাম। মানবিকতা, আত্মসমালোচনা আর সম্পর্কের প্রতি তাঁর সংবেদনশীল দৃষ্টিভঙ্গির কারণে এই বার্তার সঙ্গে তাঁকে যুক্ত করে দেখছেন অনেকেই। বিশেষ করে আমির খান দীর্ঘদিন ধরেই নিজের ভুল স্বীকার করা, সম্পর্কের সম্মান বজায় রাখা এবং মনকে পরিষ্কার রাখার মতো বিষয়কে গুরুত্ব দিয়ে আসছেন।
নেটিজেনরা বলছেন, তারকাদের ঝলমলে জীবনের আড়ালে এমন মানবিক বার্তার দেখা মিললে তা সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক, অপমান কিংবা ব্যক্তিগত অস্থিরতার মধ্যেও ক্ষমাই কেন সবচেয়ে বড় শক্তি এই পোস্ট যেন সেই প্রশ্নের উত্তর দিয়েছে অন্যভাবে।
বাংলাদেশের দর্শকদের মধ্যেও বার্তাটি নিয়ে দেখা গেছে ব্যাপক প্রতিক্রিয়া। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সম্পর্কের সংকট, ভুল বোঝাবুঝি কিংবা অভিমান—সবকিছুকেই সহজ করতে পারে একটি মাত্র শব্দ, আর তা হলো ক্ষমা।
তারকাদের ভাবনা সাধারণত আলোচনার কেন্দ্রেই থাকে, কিন্তু এবার একটি ছোট্ট বাক্যেই যেন মানুষ নিজেদের জীবনকেও নতুন করে ভাবতে শুরু করেছে।
আরপি/টিকে