কোর্টের দুই পাশে দুই তারকার উপস্থিতিতে লড়াই হলো বেশ। কিন্তু বারবার শেষে গিয়ে যেন খেই হারিয়ে ফেললেন কার্লোস আলকারাস। তাতে আরও একবার সরাসরি সেটে জিতে এটিপি ফাইনালসের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার।
ইতালির তুরিনে এটিপি র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বরের লড়াইয়ে ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে জিতেছেন স্বাগতিক তারকা।
নিশ্চিতভাবেই টেনিসে বর্তমানের সবচেয়ে সেরা দুই খেলোয়াড় এই দুজন। চলতি বছরে সেটা আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বছরজুড়ে তারা যেভাবে কোর্টে বিচরণ করেছেন, তাতে দুজনের মধ্যে লড়াই আরও জমে উঠেছে।
দুজনে মিলে এই বছর মোট ১৩টি শিরোপা জিতেছেন। চারটি গ্র্যান্ড স্ল্যামে জিতেছেন সমান দুটি করে; আলকারাস উঁচিয়ে ধরেছেন ফরাসি ওপেন ও ইউএস ওপেন ট্রফি আর সিনার চুমু এঁকেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে।
এ বছর এই নিয়ে মোট ছয়বার মুখোমুখি হলেন তারা। আগের পাঁচ ম্যাচের চারটিতেই বিজয়ী আলকারাস, অন্যটি সিনার। সেই আত্মবিশ্বাস নিয়েই বছর শেষের টুর্নামেন্টের গতবারের বিজয়ী সিনারের থেকে মুকুট কেড়ে নেওয়ার লড়াইয়ে নামেন আলকারাস।
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারের ধাক্কা সামলে, দ্বিতীয় সেটে দাপুটে শুরু করেন আলকারাস; প্রথম সেটেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান। কিন্তু সিনার ছিলেন দুর্দান্ত ছন্দে। কিছুক্ষণ পর তিনিও সার্ভিস ব্রেক করে দেন পাল্টা জবাব।
এরপর, ছন্দ ধরে রেখে এগিয়ে যান সিনার। সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই পরম আনন্দে কোর্টে শুয়ে পড়েন ২৪ বছর বয়সী ইতালিয়ান। তার মুখে ফুটে ওঠে আরেকটি শিরোপা জয়ের হাসি, টানা দ্বিতীয়বার এটিপি ফাইনালস জয়ের উচ্ছ্বাস।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ৫০ লাখ ডলার পুরস্কার পেলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর সিনার।
এমআর/টিকে