বলিউডের আড়ালে আড়ালে নতুন প্রজন্মের এক সম্ভাব্য প্রেমকাহিনি নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। আলোচনার কেন্দ্রবিন্দুতে আহান শেঠি ও জিয়া শংকর। এখনও কেউ মুখ খুলে কিছু বলেননি, তবু তাদের ঘিরে নেটপাড়ায় উষ্ণতা যেন ছড়িয়ে পড়েছে আগুনের মতো।
আহান শেঠি নিজের ক্যারিয়ারে নতুন করে গতি ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন। বহুল আলোচিত নতুন ছবিতে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বলিউডের ভেতরেই উচ্চস্বরে আলোচনা চলছে। অন্যদিকে, জিয়া শংকর একের পর এক কাজ করে উঠছেন খ্যাতির সিঁড়ি। সাম্প্রতিক অভিনয় আর জনপ্রিয় রিয়েলিটি শোতে তার উপস্থিতি তাকে পৌঁছে দিয়েছে নতুন আলোচনার কেন্দ্রে।
এই দুই তরুণ তারকা যখন নিজেদের অবস্থান শক্ত করে তুলছেন, তখনই তাদের ঘিরে প্রেমের গুঞ্জন যেন আরও আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনদের ধারণা, প্রকাশ্যে না বললেও ব্যক্তিগত সময়ে তারা নাকি বেশ ঘনিষ্ঠ। তবে সবই এখনো অনুমান, কেননা দুই পক্ষই নীরব।
বলিউডে গোপন সম্পর্ক কিংবা গুঞ্জনকে ঘিরে এমন উত্তাপ নতুন নয়। বেশিরভাগ সম্পর্কই প্রকাশ্যে আসে ফটোশিকারিদের লেন্সে ধরা পড়ে, কিংবা কোনো অনুষ্ঠানের সামান্য ইঙ্গিতে। তাই ভক্তরা অপেক্ষায় আছেন এ কি সত্যিই নতুন তারকা জুটির জন্ম, নাকি কেবলই অস্থায়ী গুজব?
সময়ই জানাবে সত্যি কী, তবে বলিউডের আকাশে এই মুহূর্তে অাহান ও জিয়াকে ঘিরে আলোচনার ঝড় থামার কোনো লক্ষণই নেই।
আরপি/টিকে