মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাইকোর্টের মাজার গেটের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করেন।
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাড. নাজিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-পরিচালনা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আজাদ বলেন, হাসিনা গত ১৬ বছর ধরে এবং জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে খুন, গুম ও নির্যাতন করেছে। আজকে একটু পরে খুনি হাসিনার রায় ঘোষণা করা হবে। আমরা হাসিনার ফাঁসি দাবি করছি।
এসময় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রুবেল হুসাইন বলেন, আমরা বেলা ১১টার দিকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটা।
সেটা হলো- আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এসময় নেতাকর্মীরা 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনারে ফাঁসি দে'-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরপি/টিকে